| সন্ধ্যা ৭:০৮ - শুক্রবার - ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

নেইমারহীন ব্রাজিলের কোয়ার্টার ফাইনাল

অনলাইন ডেস্ক,২২ জুন ২০১৫, সোমবার:

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উঠলো নেইমারহীন ব্রাজিল। গতকাল গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা ২-১ গোলে হারিয়েছে ভেনেজুয়েলাকে। এতে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকে শেষ আটে খেলবে প্যারাগুয়ের বিপক্ষে। আগের ম্যাচে লালকার্ড দেখায় এবং প্রতিপক্ষের খেলোয়াড়কে মাথা দিয়ে গুঁতো দেয়া চার ম্যাচ নিষিদ্ধ হয়েছেন ব্রাজিলের অধিনায়ক নেইমার। এদিন তার বদলে মাঠে নামেন অভিজ্ঞ রবিনহো। ব্রাজিলের হয়ে  গোল করেন থিয়াগো সিলভা আর রবার্তো ফিরমিনো। ম্যাচের ৯ মিনিটের মাথায় রবিনহোর কর্নার থেকে অসাধারণ ভলিতে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন থিয়াগো। ৫২ মিনিটে রবার্তো ফিরমিনোর পা থেকে আসে ব্রাজিলের দ্বিতীয় গোলটি। খেলা শেষ হওয়ার ৬ মিনিট আগে মিকুর সৌজন্যে ব্যবধান কিছুটা কমালেও শেষরক্ষা হয় নি ভেনেজুয়েলার। এ যাত্রায় কোপা সফর শেষ তাদের। কোপার শেষ আটের লড়াইয়ে বুধবার উরুগুয়ের মুখোমুখি হচ্ছে চিলি। বৃহস্পতিবার পেরুর বিপক্ষে খেলবে বলিভিয়া। শেষ চারের টিকিট নিশ্চিত করতে শুক্রবার কলোম্বিয়ার মুখোমুখি হচ্ছে আরেক ফেভারিট আর্জেন্টিনা। শনিবার প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিলের ম্যাচের পরেই ঠিক হয়ে যাবে এই বছরের কোপা আমেরিকার সেরা চার।

সর্বশেষ আপডেটঃ ৪:৫২ অপরাহ্ণ | জুন ২২, ২০১৫