| ভোর ৫:৫৫ - শনিবার - ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

মাহির হাতে মাত্র দুই ছবি !

অনলাইন ডেস্ক,২২ জুন ২০১৫, সোমবার:

সময়ের নাম্বার ওয়ান নায়িকা মাহিয়া মাহির হাতে এখন মাত্র দুটি ছবি। একটি ইফতেখার চৌধুরী পরিচালিত ‘অগ্নি টু’, আরেকটি জাকির হোসেন রাজু পরিচালিত ‘অনেক দামে কেনা’। দুটি ছবির প্রযোজনা পরিবেশনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া। এর মধ্যে ‘অগ্নি টু’ আসন্ন ঈদে মুক্তি পাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এ ছবিতে তার নায়ক কলকাতার ওম। ‘অগ্নি’র ব্যাপক সাফল্যের পর তারই ধারাবাহিকতায় নির্মিত হচ্ছে ‘অগ্নি টু’। আরেক ছবি ‘অনেক দামে কেনা’-তে মাহির নায়ক বাপ্পি চৌধুরী। ছবির অন্যতম প্রধান একটি চরিত্রে অভিনয় করছেন ডিপজল। আপাতত এর বাইরে মাহির হাতে কোন ছবি নেই। যদিও তার নিজের প্রযোজনায় ‘নিয়তি’ নামে ছবি নির্মাণের কথা ইতিপূর্বে শোনা গিয়েছিল। কিন্তু এখন এ ছবির কোন আওয়াজ নেই। ‘পাষাণ’ নামে অন্য প্রযোজনা সংস্থার একটি ছবিতেও মাহি কাজ করবেন বলে শোনা গিয়েছিল। কিন্তু সেটারও এখন কোন খবর নেই। জাজ মাল্টিমিডিয়ার আবিষ্কার মাহিয়া মাহি প্রথম ছবি ‘ভালবাসার রঙ’ দিয়ে দর্শক মনে জায়গা করে নিয়েছিলেন। তারপর ‘অন্যরকম ভালবাসা’, ‘ভালবাসা আজকাল’, ‘তবুও ভালবাসা’, ‘অগ্নি’, ‘পোড়ামন’, ‘অনেক সাধের ময়না’, ‘রোমিও বনাম জুলিয়েট’, ‘হানিমুন’ ইত্যাদি ছবির সাফল্য তাকে এক নম্বর নায়িকার আসনে অধিষ্ঠিত করে। অবশ্য ‘বিগ ব্রাদার’, ‘ওয়ার্নিং’, ‘দবির সাহেবের সংসার’ ছবিগুলো দর্শক মন জয় করতে ব্যর্থ হলেও মাহি তার অবস্থানটা ভালভাবেই ধরে রাখতে সক্ষম হন। কিন্তু জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে তার ব্যক্তিগত দ্বন্দ্ব, মনোমালিন্য, নানা স্ক্যান্ডাল, জাজ থেকে নিষেধাজ্ঞার ঘোষণা, পরবর্তীতে ঝামেলা মিটে যাওয়া ইত্যাদি সবকিছুই মাহির ক্যারিয়ারে আঘাত হানে। বিশেষ করে জাজ মাল্টিমিডিয়ার প্রায় ১ ডজনের বেশি ছবিতে অভিনয় করার পর তাদের নতুন ছবি ‘প্রেমী ও প্রেমী’ থেকে বাদ পড়া এবং সেখানে নুসরাত ফারিয়ার চলে আসা তার ক্যারিয়ারে বিরূপ প্রভাব ফেলে। সেই প্রভাবের কারণে মাহি এখন রীতিমতো বেকার। ‘অগ্নি টু’ এবং ‘অনেক দামে কেনা’র মধ্যখানে মাহি যদি নতুন কোন ছবিতে চুক্তিবদ্ধ না হতে পারেন তাহলে এই দুই ছবি হবে তার শেষ ছবি। আর তখন কী হবে সেটা সময়ই বলে দেবে। আর পুরো চলচ্চিত্র শিল্প সেই সময়েরই অপেক্ষায় রয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১২:৪৩ অপরাহ্ণ | জুন ২২, ২০১৫