| রাত ৮:৫৬ - শুক্রবার - ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ইতিহাসে ৪র্থ সেরা অধিনায়ক মাশরাফি

ভারতকে উইকেটে হারিয়ে প্রথমবারের মত সিরিজ জেতা, ক্রিকেট ইতিহাসের প্রথম বোলার হিসেবে ক্যারিয়ারের প্রথম ২টি আন্তর্জাতিক একদিনের ম্যাচে মুস্তাফিজের ১১ উইকেট নেয়া কিংবা চ্যাম্পিয়ানস ট্রফিতে খেলা নিশ্চিত করার আনন্দে যখন আমরা বিভোর তখন শতকরা হিসেবে ইতিহাসের সেরা ৫ অধিনায়কের তালিকায় ডুকে গেলেন মাশরাফি বিন মরতুজা।

বাংলাদেশের ইতিহাসের সেরা এই ক্যাপ্টেন এখনো পরযন্ত ২১ ম্যাচে বাংলাদেশ কে নেতৃত্ব দিয়েছেন । তার নেতৃত্বে বাংলাদেশ জিতেছে ১৫ ম্যাচ। শতকরা হিসেবে যা ৭১.৪১% !

সাথে সাথে তিনি হয়ে গেছেন শতকরা হিসেবে ইতিহাসের সেরা সফল ৫ জন অধিনায়কের একজন। । এই তালিকায় তার অবস্থান ৪ নাম্বারে।

দেখে নেই শতকরা হিসেবে সফল ৫ জন অধিনায়কের তালিকা –

১) ক্লাইভ লয়েড ( ওয়েস্ট ইন্ডিজ) – ৭৭%

২) রিকি পন্টিং ( অস্ট্রেলিয়া) – ৭৬%

৩) wj cronje ( সাউথ-আফ্রিকা) – ৭৩%

৪) মাশরাফি বিন মরতুজা ( বাংলাদেশ) – ৭১.৪৩%

৫) মাইকেল ক্লার্ক ( অস্ট্রেলিয়া) – ৭০.৪২%

এই জয়ের ধারা কতদিন ধরে রাখবে কিংবা মাশরাফি কতদিন এই জায়গা ধরে রাখবেন তা সময়ই বলে দিবে। কারন ইতিহাস যে মাশরাফিকে ডিসারভ করে!

সর্বশেষ আপডেটঃ ৬:২৯ পূর্বাহ্ণ | জুন ২২, ২০১৫