| বিকাল ৩:২৫ - শনিবার - ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ - ২৯শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি

কেএফসি, পিৎজা হাট ও বুমার্সকে তিন লাখ টাকা জরিমানা

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি’র) ভ্রাম্যমান আদালত পরিচালিত বিশেষ অভিযানে মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির অভিযোগে কেএফসি, পিৎজা হাট এবং বুমার্স ক্যাফেকে এক লাখ করে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার বিকেলে রাজধানীর বেইলী রোড এলাকায় খাদ্যে ভেজাল বিরোধী অভিযানে এই তিন খাদ্য প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মশিউর রহমান।

এসময় বিভিন্ন খাবারের দোকান ও রেস্টুরেন্ট পরিদর্শন করে অনুমোদনহীন কেমিক্যাল ব্যবহার, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির অভিযোগে কেএফসি, পিৎজা হাট এবং বুমার্স ক্যাফে নামে তিনটি প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা অনাদায়ে ছয়মাস করে কারাদণ্ড দেয় আদালত।

মেয়াদোত্তীর্ণ পণ্য ও ভেজাল তেল ব্যবহারের জন্য কেএফসিকে জরিমানা করা হয়। অন্যদিকে বিএসটিআই অনুমোদন বিহীন ও লাইসেন্স বিহীন কেমিক্যাল ব্যবহারের দায়ে পিৎজা হাটকে জরিমানা করা হয়। এছাড়া ফ্রিজে পঁচা মাংস ও মেয়াদোত্তীর্ণ খাবার রাখার দায়ে বুমার্সকে জরিমানা করা হয়।

প্রতিষ্ঠান তিনটি জরিমানাকৃত অর্থ তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমান আদালতকে প্রদান করে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভ্রাম্যমান আদালত পরিচালিত উক্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।

সর্বশেষ আপডেটঃ ৫:৩২ পূর্বাহ্ণ | জুন ২২, ২০১৫