| সকাল ৯:২৫ - রবিবার - ২১শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

জামালপুর সদর থানার দারোগা হাদিউলের আটক বাণিজ্য

 

স্টাফ রির্পোটারঃ ২১ জুন ২০১৫, রবিবার:

জামালপুর সদর থানার এসআই হাদিউল ইসলাম এর বিরুদ্ধে নিরীহ ব্যবসায়ী ও পথচারীদের আটক করে মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সূত্রে জানা গেছে, এসআই হাদিউল ইসলাম কতিপয় দালাল ও সোর্সের সিন্ডিকেট গড়ে তোলে নিরীহ ব্যবসায়ীসহ পথচারীদের গ্রেফতারের নামে আটক করে মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৯ জুন জামালপুর থানার নান্দিনা গ্রামের আব্দুল ছামাদ এর পুরাতন টিন চুরির অযুহাতে নান্দিনা বাজারে পুরাতন টিন ব্যবসায়ী ছমির উদ্দিন (৪৫) কে আটক করে ৫০ হাজার টাকা ঘুষ দাবী করে। দাবীকৃত ঘুষের টাকা না দেওয়ায় ওই ব্যবসায়ীকে দোকান থেকে টেনে হেচড়ে থানায় নিয়ে যায়। পরে গভীর রাতে স’ানীয় ইউপি সদস্য ও কতিপয় দালালের মধ্যস’তায় ২৪ হাজার টাকার বিনিময়ে অলিখিত সাদা কাগজে স্বাক্ষর নিয়ে থানা থেকে ছেড়ে দেয় এবং ওই ব্যবসায়ীর দোকান থেকে ২৫ পাতা টিন নিয়ে আত্মসাৎ করে। উপসি’ত প্রত্যক্ষদর্শিরা জানান, নান্দিনা গ্রামের আব্দুছ ছামাদের কর্মচারী চান মিয়া ১৬ পাতা পুরাতন টিন ওই ব্যবসায়ীর দোকানে বিক্রি করে। বিষয়টি পুলিশকে জানালেও বিক্রেতাকে গ্রেফতার না করে নিরীহ ব্যবসায়ীকে আটক করে। এ নিয়ে ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এব্যাপারে এসআই হাদিউল ইসলামএর সাথে যোগাযোগ করে কথা তাকে পাওয়া যায়নি। #

সর্বশেষ আপডেটঃ ৮:৫৩ অপরাহ্ণ | জুন ২১, ২০১৫