| বিকাল ৫:০১ - মঙ্গলবার - ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৩ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

টাইগারদের জোড়া থাবা

অনলাইন ডেস্ক, ২১ জুন ২০১৫, রবিবার:

অল্প বিরতিতে জোড়া আঘাত হানলেন বাংলাদেশ বোলাররা। এতে ভেলকি দেখালেন নাসির হোসেন। এবার নাসির হোসেনের স্পিনে দলীয় ১০৯ রানে উইকেটের পেছনে ক্যাচ দিলেন ক্রিজে মানিয়ে নেয়া ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান। আর স্কোর বোর্ডে ১ রান যোগ হতেই উইকেট দিয়ে সাজঘরে ফেরেন আম্বাতি রাইডু। ০ রানে রাইডুর উইকেট তুলে নেন পেস তারকা রুবেল হোসেন। এতে ২২ ওভার শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় ১১০/৪। মিরপুর শেরে বাংলা মাঠে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে  দলীয় ৭৪ রানে দ্বিতীয় উইকেট খোয়ায় ভারত। দলকে সাফল্য এনে দেন পার্ট টাইম স্পিনার নাসির হোসেনই।  ১২.৩তম ওভারে নাসিরের স্পিনে এলবিডব্লিউর ফাঁদে পড়েন  বিরাট কোহলি । এর আগে দিনের মাত্র দ্বিতীয় বলেই উইকেট নেন মুস্তাফিজুর রহমান। ভারত ওপেনার রোহিত শর্মাকে সাজঘরের পথ দেখান বাংলাদেশের এ তরুণ পেসার। দারুণ দক্ষতায় রোহিতের ক্যাচ লুফে নেন নাসির হোসেন। তবে দলীয় ৫০ রান পূরণের পথে আর কোন বিপদ দেখেনি ভারতীয়রা। ৮ ওভার শেষে ভারতের সংগ্রহ ৫০/১।  দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিং বেছে নেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ভারত দলে পরিবর্তন আনা হয়েছে তিনটি। মিডলঅর্ডার ব্যাটসম্যান আম্বাতি রাইডু, পেস তারকা ধাওয়াল কুলকার্নি ও স্পিনার অক্ষর প্যাটলে সুযোগ পেয়েছেন ভারত দলে। বাংলাদেশ দলে পরিবর্তন নেই কোন। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে জিতে ১-০তে এগিয়ে বাংলাদেশ।

সর্বশেষ আপডেটঃ ৫:০৫ অপরাহ্ণ | জুন ২১, ২০১৫