মাদকাসক্ত পুত্রকে পুলিশে দিলেন বাবা
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি:২১ জুন ২০১৫, রবিবার:
ময়মনসিংহের তারাকান্দায় মাদকাসক্ত পুত্রের অত্যাচারে অতিষ্ট হয়ে গতকাল শনিবার পুলিশের ধরিয়ে দিয়েছেন বাবা। জানা গেছে, উপজেলার মধুপুর গ্রামের আবুল হাসেমের পুত্র উজ্জল মিয়া (১৮) মদ, গাজা সেবন করে মাদকাসক্ত হয়ে পরিবারকে জিম্মি করে এবং নেশার টাকার জন্য পিতা-মাতাকে মারধর ও ঘরবাড়ি ভাংচুর করে। পুলিশ বাদী হয়ে তারাকান্দা থানায় মাদক আইনে মামলা করে আদালতে সোপর্দ করে।