| রাত ১০:২৩ - শনিবার - ১৩ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৩০শে চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - ৩রা শাওয়াল, ১৪৪৫ হিজরি

নেত্রকোণায় ছেলে হত্যার দায়ে বাবাসহ দুইজনের যাবজ্জীবন

নেত্রকোণা প্রতিনিধি, ২১ জুন ২০১৫, রবিবার:

নেত্রকোণায় ছেলে আলমগীরকে হত্যার দায়ে বাবাসহ দুইজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। কারাদন্ড প্রাপ্তরা হচ্ছেন, নিহতের বাবা গিয়াস উদ্দিন এবং আবু চান মিয়া। মামলায় বলা হয়, ২০০৫ সালের ২৪ শে নভেম্বর পারিবারিক কলহে নেত্রকোণায় ফচিকা গ্রামে ছেলে আলমগীরকে শ্বাসরোধ করে হত্যা করে বাবা গিয়াস উদ্দিন। পরে মৃতদেহ কাঠলী বিলে ফেলে রেখে, স্ত্রী হাজেরা বেগমের বিরুদ্ধে থানায় জিডি করে। পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করে গিয়াস উদ্দিন। এ ঘটনায় হাজেরা বেগম বাদি হয়ে একটি হত্যা মামলা করেন। পরবর্তীতে আদালত গিয়াস উদ্দিন এবং আবু চান মিয়ার যাবজ্জীবন ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছরের জেল দেন।

সর্বশেষ আপডেটঃ ২:৪৬ অপরাহ্ণ | জুন ২১, ২০১৫