| সকাল ৬:৩২ - শনিবার - ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহ পৌরসভার খালের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

স্টাফ রিপোর্টার,  ২০ জুন ২০১৫, শনিবার:
ময়মনসিংহ পৌরসভার ২১ ওয়ার্ডের পানি নিস্কাশনের সরকারী খাল দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ভরাটের কারণে সংকুচিত খাল থেকে ময়লা আবর্জনা অপসারণে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও ময়মনসিংহ পৌরসভা।
এসময় উচ্ছেদ করা হয়েছে শতাধিক দোকানপাটসহ অবৈধ স্থাপনা। খাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ময়লা আবর্জনা অপসারণ শুরু হওয়ার পর থেকে শহরের সেহরা খাল এর মাসকান্দা এলাকার নিম্নাঞ্চল থেকে জলাবদ্ধতার পানি কমতে শুরু করেছে।
শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত শতাধিক শ্রমিক নিয়ে এই উচ্ছেদ অভিযান চালান ময়মনসিংহ পৌরসভার সেনেটারি ইন্সপেক্টর দীপক মজুমদার। পৌরসভার সকল খালের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলবে বলে তিনি জানান।  এসময় পৌরসভার সার্ভেয়ার মোঃ সুজন মিয়া, কনজারভেটিব ইন্সপেক্টর মহব্বত আলীসহ পৌরসভার কর্মচারিরা উপসি’ত ছিলেন।
উল্লেখ্য, পানি নিস্কাশনের সরকারী খাল ভরাট ও খাল দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনার কারণে পানি সরতে না পেরে পৌরসভার ২১ টি ওয়ার্ড এলাকার নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে এই উচ্ছেদ অভিযান শুরু করে জেলা প্রশাসন ও পৌরসভা।

সর্বশেষ আপডেটঃ ৮:৪৭ অপরাহ্ণ | জুন ২০, ২০১৫