| রাত ৩:৩০ - বুধবার - ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

নান্দাইলে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা

 

ভ্রাম্যমান প্রতিনিধি ঃ   ২০ জুন ২০১৫, শনিবার:

আজ  শনিবার  বিকেলে ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা মরহুম ফজিলাতুন্নেচ্ছা মুজিব প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহানূর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে ১৫৪- ময়মনসিংহ- ৯ নান্দাইলের জাতীয় সংসদ সদস্য, শ্রম ও কর্ম সংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো আনোয়ারম্নল আবেদীন খান তুহিন, বিশেষ অতিথি হিসেবে নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো আব্দুল মালেক চৌধুরী স্বপন, মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবুন ফাতেমা পপি, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ সৈয়দ আবদুলস্নাহ উপসি’ত ছিলেন। ফাইনাল খেলায় বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্টে মুশুলস্নী ইউনিয়নের নরেন্দ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে পৌরসদরের চন্ডীপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয় কে পরাজিত করে। বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্ট শেরপুর ইউনিয়নের পাঁচরম্নখি সরকারী প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে জাহাঙ্গীরপুর ইউনিয়নের দেউলডাংরা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে জয়লাভ করে। খেলা শুরম্নর পূর্বে বঙ্গবন্ধু ও তাঁর সহ ধর্মিনী বঙ্গমাতা ফজিলাতুন্নেচ্ছা মুজিব স্বরনে ০১ মিনিট নীরবে দাঁড়িয়ে তাঁদের বিদেহী আত্নার প্রতি সম্মান প্রদর্শন করা হয় । খেলা শেষে বিজয়ী ও বিজিত বিদ্যালয়ের মাঝে পুরস্কার বিতরন করেন প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ। খেলাটি পরিচালনা করেন তসলিম আহাম্মেদ সুনু।

সর্বশেষ আপডেটঃ ৮:২০ অপরাহ্ণ | জুন ২০, ২০১৫