| বিকাল ৩:২৯ - শনিবার - ২০শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ৫ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৩ই মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ঈশ্বরগঞ্জে কৃষক সাহেদ আলী হত্যার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি, ২০ জুন ২০১৫, শনিবার:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কৃষক সাহেদ আলী হত্যার মৃত্যুদ- প্রাপ্ত আসামী আব্দুল গফুর (৬০) কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে মৌলভীবাজারের বড়লেখা থানার বরনি গ্রাম থেকে ওই আসামীকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে তাকে ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়েছে।পুলিশ ও মামলা সূত্রে জানাযায়, উপজেলার মাইজবাগ ইউনিয়নের দত্তগ্রাম গ্রামে ২০০৩ সালের ১৬ এপ্রিল জমি সংক্রানত্ম বিরোধের জের ধরে খুন হন কৃষক সাহেদ আলী। ওই ঘটনায় সাহেদ আলীর ছেলে মো. ফজলুল করীম বাদি হয়ে ১১ জনকে আসামী করে একটি হত্যামামলা দায়ের করেন। আদালত ওই মামলায় ২০১৩ সালের ৮ অক্টোবর রায় প্রদান করেন। রায়ে ১১ আসামীর মধ্যে কুদরত আলীর ছেলে আব্দুল গফুর ও নূর বক্সের ছেলে আব্দুল হেকিমকে মৃত্যুদন্ড প্রদান করেন। আর বাকি ৯ আসামীর প্রত্যেককে ৬ মাসের কারাদন্ড ও ১ হাজার টাকা করে জরিমানা করা হয়। ওই মামলায় দীর্ঘদিন যাবত পলাতক ছিলেন প্রধান আসামী আব্দুল গফুর। গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ তাকে মৌলভীবাজারের বড়লেখা থানার বরনি গ্রাম থেকে আটক করে। ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. বোরহান উদ্দিন জানান, কৃষক হত্যা মামলায় সাজাপ্রাপ্তরা সাজা শেষে মুক্তি পেয়েছেন। মৃত্যুদ- প্রাপ্ত আসামী আব্দুল গফুর পলাতক থাকায় তাকে মৌলভীবাজারের বড়লেখার বরমি গ্রাম থেকে আটক করে গতকাল শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৮:১৫ অপরাহ্ণ | জুন ২০, ২০১৫