| রাত ৩:১২ - শুক্রবার - ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৯শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

গফরগাঁওয়ে অধ্যক্ষ ও সভাপতিসহ জামায়াতের ১১ নেতা গ্রেফতার

গফরগাঁও প্রতিনিধি, ২০ জুন ২০১৫, শনিবার:
ময়মনসিংহের গফরগাঁওয়ে আজ  শনিবার পুলিশ অভিযান চালিয়ে জামায়াতের আমীর ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যক্ষসহ জামায়াতের ১১ জন নেতাকে গ্রেফতার করেছে গফরগাঁও থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে গোলাম আযম, মতিউর রহমান নিজামী, দেলোয়ার হোসেন সাঈদী ও মওদুদীর লেখা বেশ কিছু বই উদ্ধার করে পুলিশ।পুলিশ জানায়, শনিবার দুপুরে গফরগাঁও পৌর এলাকার শিবগঞ্জ রোডের একটি বাসায় অভিযান চালিয়ে জামায়াতে বিভিন্ন পর্যায়ের ১১ নেতাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন উপজেলা জামায়াতের শিক্ষক আমীর মাওলানা ঈসমাইল হোসেন সোহেল, সাধারন সম্পাদক চাইর বাড়িয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু তালেব, জামায়াত নেতা শিক্ষক নাছির উদ্দিন, আতিকুল্লাহ, গোলাম মোস্তফা, এমদাদুল হক, মাহমুদুল হাসান, গোলাম রব্বানী, হাসিম উদ্দিন, সিরাজুল ইসলাম ও আব্দুল মান্নান। এরা সকলেই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যক্ষ ও শিক্ষক হিসাবে কর্মরত।গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়দা খান বলেন, গোপন বৈঠকের খবর পেয়ে জামায়াতের উপজেলা আমীরসহ ১১ জনকে গ্রেফতার করি। এ সময় এদের কাছ থেকে প্রচুর জেহাদী বই উদ্ধার করা হয়।

সর্বশেষ আপডেটঃ ৮:০১ অপরাহ্ণ | জুন ২০, ২০১৫