| সকাল ৬:১৯ - শনিবার - ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

বাকৃবিতে বিটি বেগুনের ওপর কর্মশালা

বাকৃবি সংবাদাদাতা ঃ ২০ জুন ২০১৫, শনিবার: 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বিটি বেগুনের ওপর ‘ওয়ার্কশপ অন বায়োটেকনোলজি উইথ স্পেশাল এমফ্যাসিস অন বিটি ব্রিঞ্জাল’ শীর্ষক এক কর্মশালা আজ শনিবার কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদীয় গ্যালারিতে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপসি’ত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলী আকবর।কৃষি সম্প্রসারণ ও শিড়্গা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ জিয়াউল হকের সভাপতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপসি’ত ছিলেন কৃষি অর্থনীতি ও গ্রামীণসমাজ বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. পরেশ চন্দ্র মোদক এবং এগ্রিকালচার বায়োটেকনোলজি সাপোর্ট প্রজেক্ট-২ এর কান্ট্রি কো-অর্ডিনেটর ড. জি.পি দাস। প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলী আকবর বলেন, বেগুন অত্যন্ত জনপ্রিয একটি সবজি, কিন’ বিভিন্ন রোগ বালাইয়ে আক্রানত্ম হওয়ার কারণে বেগুনের ওপর অতিরিক্ত কীটনাশক ব্যবহার করা হয় যা মানুষের স্বাসে’্যর জন্য মারাত্মক ড়্গতিকর। কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগ প্রযুক্তি ব্যবহারকারীদের জন্য দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছে। এই কর্মশালার মাধ্যমে বিজ্ঞানীগণ তাদের প্রাপ্ত অভিজ্ঞতা মাঠ পর্যায়ে কৃষকের মাঝে ছড়িয়ে দেবে আর তাতে দেশ এবং জাতি উপকৃত হবে।উলেস্নখ্য, ইউএসএআইডি অর্থায়নে পরিচালিত এই কর্মশালায় প্রায় ৪০জন এম.এস ও পিএইডির ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন কৃষিবিজ্ঞানীগণ অংশগ্রহণ করেন।

সর্বশেষ আপডেটঃ ৭:৫০ অপরাহ্ণ | জুন ২০, ২০১৫