ভারতের মুম্বইয়ে বিষাক্ত মদপানে ৭৪ জনের মৃত্যু
অনলাইন ডেস্ক,২০ জুন ২০১৫, শনিবার:
ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর মুম্বইয়ে বিষাক্ত মদপানের ঘটনায় কমপক্ষে ৭৪ জনের মৃত্যু হয়েছে। গত বুধবার সকালে মুম্বইয়ের মালাদ এলাকার একটি বস্তির বহু বাসিন্দা অ্যালকোহল সেবনের পর গুরতর অসুস্থ হয়ে পড়েন। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কয়েকজন এখনও চিকিৎসাধীন রয়েছেন। প্রাণহানির সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। এদিকে এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে স্থানীয় পুলিশ। এ খবর দিয়েছে অনলাইন ডিএনএ ইন্ডিয়া ও বিবিসি। বিষাক্ত ওই মদপানের পর ঘনঘন বমি ও প্রচ- পেটব্যথা শুরু হয়। তায়রা খান নামে স্বামী হারানো এক নারী বলছিলেন, বমি ও পেটে ব্যথা নিয়ে তিনি তার স্বামীকে হাসপাতালে ভর্তি করেছিলেন। তিনি বলছিলেন, চিকিৎসাধীন অবস্থায় ৩ ঘণ্টা পর আমার স্বামীর মৃত্যু হয়। তিনি আমাকে ও আমার ৩ শিশু-সন্তানকে একা রেখে চলে গেলেন। ভারতে বিষাক্ত মদপানে মৃত্যুর ঘটনা নতুন নয়। অধিকাংশ ক্ষেত্রে সস্তা দেশী মদপানে এ প্রাণহানির ঘটনাগুলো ঘটে।