| রাত ৮:১৪ - শুক্রবার - ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

শচীন টেন্ডুলকারের বিরুদ্ধে মধ্যপ্রদেশের হাইকোর্টে অভিযোগ

অনলাইন ডেস্ক,২০ জুন ২০১৫, শনিবার:

ভারতীয় ক্রিকেটের ব্যাটিং লিজেন্ড শচীন টেন্ডুলকারের বিরুদ্ধে ভুপালের নাগরিক ভিকে নাসওয়াহ মধ্যপ্রদেশের হাইকোর্টে অভিযোগ তুলেছেন। ‘ভারতরত্ন’ পাওয়া শচীনের সম্মাননা ফিরিয়ে নেওয়ার জন্য ঐ ব্যক্তি অভিযোগে উল্লেখ্য করেন।

মাস্টার ব্লাস্টারের বিরুদ্ধে পিটিশন দাখিলের রিপোর্টে বলা হয় ভারতরত্ন পাওয়া শচীনকে লাগাতার টিভি বিজ্ঞাপনে দেখা যায়। যা কোনোভাবেই উচিৎ নয়। এতোগুলো বাণিজ্যিক বিজ্ঞাপনে উপস্থিত হয়ে শচীন ‘ভারতরত্নে’র মর্যাদাকে হেয় করছেন বলেও রিপোর্টে উল্লেখ্য করা হয়।

গত বছর ভারতরত্নে ভূষিত করা হয়েছিল শচীনকে। তবে, তিনি ভারতরত্নকে যথাযথভাবে সম্মান না দিয়ে বরং সম্মানটির অপব্যবহার করছেন বলে তার সম্মাননা ফিরিয়ে নেওয়ার জন্য জনস্বার্থে মামলা করেন ভিকে নাসওয়াহ।

হাইকোর্ট এ অভিযোগটিকে আমলে নিয়ে এক সপ্তাহের মধ্যে আদালতে রিপোর্ট জমা দিতে আদেশ দিয়েছেন।

উল্লেখ্য, বর্তমানে আভিভা লাইফ ইনসুরেন্স, বুস্ট,  এমআরএফ, লুমিনুয়াসসহ মোট ১২টি পণ্যের বিজ্ঞাপনে দেখা যায় শচীনকে।

সর্বশেষ আপডেটঃ ৪:৪৫ অপরাহ্ণ | জুন ২০, ২০১৫