| সকাল ১১:৪৪ - বৃহস্পতিবার - ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১২ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ঢাকায় পুলিশ পাহারায় ভারতীয় ধারাভাষ্যকার

ভারতীয় দলের ঢাকায় অবস্থানের অর্থই হল, তাদের সাথে এক ঝাঁক ভারতীয় ধারাভাষ্যকারের চলে আসা। ভারতীয় জাতীয় ক্রিকেট দলের চলমান বাংলাদেশ সফরও এর ব্যতিক্রম নয়।

আর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বাংলাদেশের নানা রকম অভিজ্ঞতার কথা জানাচ্ছেন তারা। এদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন খুব সম্ভবত দেশটির সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জেরেকার।

ঢাকার রাস্তায় পুলিশ পাহাড়ায় চলাচল করার অভিজ্ঞতা জানিয়ে মজা করে তিনি বলেন, ‘যখন ঢাকার রাস্তায় আপনি পুলিশ পাহাড়ায় চলাচল করবেন তখন বুঝবেন আপনি আসলে ট্র্যাফিক জ্যামে আটকে আছেন আর কাকতালীয় ভাবে পুলিশের গাড়িটা আপনার গাড়ীর সামনে আছে।’

সর্বশেষ আপডেটঃ ১০:৫৫ পূর্বাহ্ণ | জুন ২০, ২০১৫