| সকাল ৮:৪২ - বৃহস্পতিবার - ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

কলমাকান্দায় স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে মামলা

নেত্রকোনা প্রতিনিধি :অনলাইন ডেস্ক,১ ৯ জুন ২০১৫, শুক্রবার,

জেলার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা(ইউএইচও) শাহ আলম তালুকদারকে মারপিটের ঘটনায় কলমাকান্দা থানায় মামলা হয়েছে। সরকারী কাজে বাধা প্রদান ও মারপিট করে হত্যার চেষ্টার অভিযোগ এনে বৃহস্পতিবার রাতে স্বাস্থ্য কর্মকর্তা শাহ আলম তালুকদার নিজেই বাদী হয়ে হামলাকারী স্বাস্থ্যকর্মী আশরাফুল আলম শামীমের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ গতকাল শুক্রবার পর্যন- দু’দিনেও তাকে গ্রেফতার করতে পারেনি।
কলমাকান্দা থানার ওসি মো. বশির আহমেদ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, আহত স্বাস্থ্য কর্মকর্তা শাহ আলম তালুকদার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন আছেন। ঘটনার পরপরই এলাকা স্বাস্থ্যকর্মী আশরাফুল আলম এলাকা ছেড়ে পালিয়েছে। তাকে গ্রেফতারের জন্য সম্ভাব্য সকল স্থানে অভিযান চালানো হচ্ছে। অন্যদিকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সের কর্মকর্তা- কর্মচারীর ও ডাক্তাররা হামলাকারীকে গ্রেফতার ও বিচারের দাবীতে ঘটনার পর থেকে কর্মবিরতি পালন করছেন। ঘটনার দু’দিন পেরিয়ে গেলেও স্বাস্থ্য কর্মী আশরাফুল আলম শামীম চাকুরীতে বহাল তবিয়তে আছেন।  সিভিল সার্জন ডা. বিজন কান্তি সরকার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ আপডেটঃ ৮:৩০ অপরাহ্ণ | জুন ১৯, ২০১৫