| রাত ৪:৩৭ - সোমবার - ২২শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ৭ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৫ই মহর্‌রম, ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে সেতু ভেঙে ট্রেনের দুটি ট্যাংকার খালে

অনলাইন ডেস্ক,১ ৯ জুন ২০১৫, শুক্রবার,

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় একটি সেতু ভেঙে দোহাজারীগামী একটি তেলবাহী ট্রেনের দুটি ট্যাংকার খালে ডুবে গেছে। এতে ট্রেনের চালক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দুপুর দেড়টার দিকে বোয়ালখালী উপজেলার ধলঘাট ২৪নং সেতুতে এ দুর্ঘটনা ঘটে। পূর্ব রেলের মহা ব্যবস্থাপক মোজাম্মেল হক জানান, শুক্রবার বেলা দেড়টার দিকে ওই দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে লোক পাঠিয়েছেন। ট্রেনটি দোহাজারি ১০০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্টের জন্য তেল নিয়ে যাচ্ছিল। ধলঘাট স্টেশন পার হয়ে বোয়ালখালী খালের উপর ২৪নং সেতু পার হওয়ার সময় ইঞ্জিনসহ দুইটি ট্যাংকার লাইনচ্যুত হয়ে খালে পড়ে ডুবে গেছে। একটি ট্যাংকার কাত হয়ে আছে। এদিকে ডুবে যাওয়া ট্যাংকার থেকে বিপুল পরিমান ফার্নেস অয়েল খালে ছড়িয়ে পড়েছে।

সর্বশেষ আপডেটঃ ৮:১৪ অপরাহ্ণ | জুন ১৯, ২০১৫