বাংলাদেশে উচ্ছ্বসিত হার্শা ভোগলে
দারুন এক জয়। দু’বারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে ৭৯ রানের বড় ব্যবধানে জয়।
আর তাতেই আবারও বাংলাদেশের পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন ভারতীয় ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার হার্শা ভোগলে।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি বলেন, ‘বাংলাদেশের দারুন এক জয়। সত্যিকার অর্থেই ভয়াবহ মাত্রায় আক্রমণাত্মক ক্রিকেট খেলেছে ওরা।’