| রাত ৩:৪৬ - বুধবার - ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহ শহরের জেল রোড, কাশর ও সানিকপাড়া এলাকায় ৮ঘন্টা ধরে বিদ্যুৎ বিহীন ঃ অজু ও খাবার পানি সংকট

 

স্টাফ রিপোর্টার, ১৮ জুন ২০১৫, বৃহস্পতিবার,
ময়মনসিংহে শহরের জেল রোড, কাশর, সানকিপাড়া, গোহাইলকান্দি, কাঠগোলা, খাগডহর সহ বিশাল এলাকায় ৮ঘন্টা ধরে বিদ্যুৎ বিহীন থাকায় খাবার ও অজুর পানির সংকট দেখা দিয়েছে। বিনা নোটিশে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে পড়েছে অত্র এলাকার সাধারণ মানুষ। পবিত্র রমজানের শুরুতেই বিদ্যুৎ না থাকায় মসজিদের পানি সংকট দেখা দেয়। এতে মুসুল্লীরা তারাবির নামাজ আদায়ের জন্য পানির অভাবে অজু করতে পারছে না। জেল রোডের মেসার্স সাইফৃুল ফিলিং স্টেশনের মালিক সাইফুল আলম জানান, বেলা ১২ টা থেকে রাত ৮টা পর্যন্ত অত্র এলাকায় বিদ্যুৎ নেই। সাড়ে ৮ ঘন্টার মধ্যে সন্ধ্যার আগে আধা ঘন্টা সরবরাহ ছিল। এর পর থেকে এরিপোর্ট লেখা পর্যন- বিদ্যুৎ নেই। সানকিপাড়া এলাকার আবদুল মজিদ জানান, রোজার প্রথম দিনে বিনা নোটিশ বিদ্যুৎ বিভাগ দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখায় মানুষ চরম দুর্ভোগে পড়েছে। কাশর এলাকার ভুক্তভোগীরা জানান, বিদ্যুৎ অভাবে সবচেয়ে বিপদে পড়েছে বহুতল ভবনের বাসিন্দারা। হঠাৎ বিদ্যুৎ না থাকায় ট্যাংকটি পানি তোলা সম্ভব হয়নি। ফলে খাবার পানি ও সেহরির জন্য রান্না-বান্না আয়োজন ও গোসলসহ গৃহস’ালি কাজ করা যাচ্ছে না। বিদ্যুৎ না থাকার কারণ জানা যায়নি।

সর্বশেষ আপডেটঃ ৮:৫৬ অপরাহ্ণ | জুন ১৮, ২০১৫