| রাত ১২:৪৯ - শুক্রবার - ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

তারাকান্দায় অবৈধ কারেন্ট জালের জমজমাট বানিজ্য!

 

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ১৮ জুন ২০১৫, বৃহস্পতিবার,

বর্ষা শুরু হতে, না হতেই ময়মনসিংহের তারাকান্দায় বাজারে প্রকাশ্যে অবৈধ কারেন্ট জালের জমজমাট বাণিজ্য চলছে। বর্ষার শুরুতে বৃষ্টিপাতে খাল, বিল, নদীনালা পানিতে পরিপূর্ণ হওয়ায় দেশীয় প্রজাতীর ছোট ছোট মাছ নিধনে ব্যবহার হচ্ছে অবৈধ কারেন্ট জাল। এ সুযোগে বরসি সুতার দোকানের আড়ালে এক শ্রেণীর ব্যবসায়ী অবৈধ কারেন্ট জাল বিক্রি করছে। সরেজমিন তারাকান্দা মধ্য বাজার পাইকারী জাল মহাল ঘুরে জানা গেছে, জালাল উদ্দিন, শামছূল হক সহ ৫ ব্যবসায়ী প্রতিদিন শ’শ পাউন্ড অবৈধ কারেন্ট জাল বিক্রি করছে। প্রকার ভেদে প্রতি পাউন্ড ১ হাজার থেকে ১২ শ টাকা দরে প্রকাশ্যে বেচাকেনা হচ্ছে। এ ছাড়া প্রতি শনি ও বুধবার তারাকান্দা ইউনিয়ন অফিসের সামনে হাটবারে প্রকাশ্যে কারেন্ট জালের বাজার বসছে। এসব নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে ১ ইঞ্চি থেকে ১২ ইঞ্চি পর্যন- মাছ নিধন করা হছে। এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ এনামূল হক এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আপনার মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। অবশ্যই অবিলম্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শের মাহবুব মুরাদ জানান, মৎস্য বিভাগের সহযোগিতায় কারেন্ট জাল ক্রয় বিক্রয় বন্ধে ব্যবস’া নেয়া হবে।

সর্বশেষ আপডেটঃ ৭:৩০ অপরাহ্ণ | জুন ১৮, ২০১৫