৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু ১লা সেপ্টেম্বর

অনলাইন ডেস্ক,১৮ জুন ২০১৫, বৃহস্পতিবার,
৩৫তম বিসিএস প্রিলিমিনারিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের লিখিত পরীক্ষা আগামী ১লা সেপ্টেম্বর থেকে শুরু হবে। সরকারি কর্ম কমিশন (পিএসসি)-এর এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার হল এবং বিস্তারিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে। গত ৮ই এপ্রিল ৩৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি, যাতে উত্তীর্ণ হয় ২০ হাজার ৩৯১ জন।