| সকাল ৯:২১ - মঙ্গলবার - ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১০ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ইবিতে ভর্তি পরীক্ষা ১৫-১৯ নভেম্বর

অনলাইন ডেস্ক,১৮ জুন ২০১৫, বৃহস্পতিবার,

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। ঘোষিত তারিখ অনুযায়ী আগামী ১৫ হতে ১৯ নভেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিস সুত্রে জানা যায়, আগামী ১৫ থেকে ১৯শে নভেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে। এ বছর ২২টি বিভাগ ৮টি ইউনিটের অধীনে ১৪৬৫ টি আসনে ভর্তির জন্য পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইট িি.িরঁ.ধপ.নফ তে বিস্তারিত জানা যাবে।
বিশ্বদ্যিালয়ের ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার বলেন, ক্যাম্পাস স্বাভাবিক থাকলে এবং কোন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হলে যথারিতী পরিক্ষা অনুষ্ঠিত হবে বলে আশা করছি।

সর্বশেষ আপডেটঃ ৬:৩৬ অপরাহ্ণ | জুন ১৮, ২০১৫