| বিকাল ৫:০৬ - রবিবার - ২১শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ৬ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৪ই মহর্‌রম, ১৪৪৬ হিজরি

কলমাকান্দায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধিঃ ১৮ জুন ২০১৫, বৃহস্পতিবার:

নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলায় আর্ন্তজাতিক সেবা সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নাজিরপুর এডিপির উদ্যোগে বৃহ্‌স্পতিবার এডিপির মিলনায়তনে উপজেলার চলতি এস.এস.সি ও জে.এস.সি পরীক্ষায় জিপিএ ৫+ প্রাপ্ত ১১টি মাধ্যমিক পর্যায়ের মাদ্রাসা/বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সংবর্ধনা প্রদান করেছে। রাজনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে ও এডিপি শিক্ষা কর্মকর্তা এডল মারাকের সঞ্চালনায় এতে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন এডিপি ম্যানেজার মিঃ বেঞ্জামিন মারাক, প্রজেক্ট ম্যানেজার শিক্ষা দীপক হাপাং। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এফ.এম ওয়াজেদ আলী তালুকদারের সরেজমিন পর্যবেক্ষন ও পরামর্শক্রমে মাধ্যমিক পর্যায়ের মাদ্রাসা ও উচ্চ বিদ্যালয় সমূহে নাজিরপুর এডিপির সহায়তায় বিশেষ কোচিং, অভিভাবকদের মধ্যে সচেতনতা সৃষ্টি ও শিক্ষক মন্ডলীর বিশেষ নজরধারীর ফলেই কৃতি ছাত্রছাত্রীগণ অভুতপূর্ব ফলাফল করতে সক্ষম হয়েছে। সংবর্ধনা সভায় আরও বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোশারফ হোসেন, ফারুক মিয়া, লুৎফুর রহমান, স্বপন মিয়া, সাংবাদিক ফখরুল আলম খসরু ও জাফর উল্লাহ প্রমুখ। কৃতি ছাত্র-ছাত্রীদের বিশেষ ক্রেস্ট ও বই উপহার দেয়া হয়।

সর্বশেষ আপডেটঃ ৬:২৩ অপরাহ্ণ | জুন ১৮, ২০১৫