| দুপুর ১২:৪৬ - শুক্রবার - ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

তিস্তাএক্সপ্রেস ট্রেনের সাথে ট্রাক্টর লড়ির সংঘর্ষ, আহত-১৫

গফরগাঁও প্রতিনিধিঃ  বৃহস্পতিবার পৌনে ৬টার দিকে ঢাকাগামী আনত্মঃনগর তিস্তাএক্সপ্রেস ট্রেনের সাথে ঢাকা-ময়মনসিংহ রেললাইনের পাশে দাড়িয়ে থাকা ট্রাক্টর লড়ির সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষে ঢাকা ও ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ অনত্মত ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে ৫ জনকে গফরগাঁও সাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
হাসপাতাল ও চিকিৎসাধীন যাত্রীদের সাথে কথা বলে জানা যায়, বৃহসপ্রতিবার দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আনত্মঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি পৌনে ৬টার দিকে গফরগাঁও-ময়মনসিংহ রেলপথের ফাতেমা নগর (কালির বাজার) রেলস্টেশন অতিক্রমকালে রেললাইন ঘেষে দাড়িয়ে থাকা একটি ট্রাক্টর লড়ির সাথে সজোরে ধাক্কা লাগে। এ সময় ট্রেনের দরজার সামনে দাড়িয়ে থাকা অনত্মত ১৫ যাত্রী আহত হয়। এদের মধ্যে কুমিল্লার বুড়িংচর উপজেলার বাসিন্দা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুমান (২০), জামালপুরের সদরের বাসিন্দা ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জনি (২১), গফরগাঁও উপজেলার দীঘিরপাড় গ্রামের রিয়াদ (১৯), ষোলহাসিয়া গ্রামের আসিবুল ইসলাম নবাব (২০), দীঘিরপাড়া গ্রামের জিয়াকে (২৩) গুরুতর আহত অবস’ায় প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
গফরগাঁও রেলওয়ে স্টেশন মাষ্টার মোসলেম উদ্দিন দৈনিক লোক লোকান্তরকে  জানান, আনত্মঃনগর তিস্তাএক্সপ্রেস ট্রেনের দরজায় পা ঝুলিয়ে বসা কয়েকজন যাত্রী আহত হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৮:৫৫ অপরাহ্ণ | জুন ১৮, ২০১৫