| রাত ২:৪৭ - শনিবার - ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

কিশোরী ধর্ষণকারির সহযোগী আটক

 

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি ॥ ১৮ জুন ২০১৫, বৃহস্পতিবার:

বিয়ে বাড়ীতে বেড়াতে এসে কিশোরী ধর্ষণকারির সহযযোগিকে পুলিশ আজ বৃহস্পতিবার আটক করেছে। জানা গেছে, গত রবিবার রাতে উপজেলার লোনহালা গ্রামের আবু সাঈদের গ্রামের কিশোরী কন্যা (১৩) ওই দিন তার ফুফাতো ভাই সবুজ মিয়ার বাড়ীতে বিয়ের দাওয়াত খেতে যায়। রাত ১০টায় টিউবওয়লে পানি আনতে গেলে তার সৎ চাচাতো ভাই মোফ্‌াখারুল (২৫) এক সহযোগী সহ তুলে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণকারী লোনহালা গ্রামের মকবুল হোসেনের পুত্র। গত মঙ্গলবার ধর্ষিতা বাদী হয়ে ধর্ষণকারি মোফাখারুল ও তার সহযোগী হরিয়াগাই গ্রামের সুরুজ আলীর নামে মামলা দায়ের করে। এস, আই মোঃ জালাল উদ্দিন জানান, ধর্ষণকারির সহযোগী সুরুজ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত সুরুজ আলী জানান, উক্ত মামলা হয়রানি মূলক ভাবে তাকে জড়ানো হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৫:১৫ অপরাহ্ণ | জুন ১৮, ২০১৫