| ভোর ৫:৩৩ - শনিবার - ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

কিশোরগঞ্জের সাবেক এমপি লতিফ ভূঁইয়ার ইন্তেকাল

কিশোরগঞ্জ প্রতিনিধি, ১৮ জুন ২০১৫, বৃহস্পতিবার:
কিশোরগঞ্জ-৫ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের জাতীয় পার্টির সাবেক এমপি আব্দুল লতিফ ভূঁইয়া (৬৫) বুধবার রাতে শহরের আলোরমেলা এলাকার বাসায় মারা গেছেন (ইন্নালিলস্নাহি…….রাজিউন)। তিনি উচ্চ মাত্রার ডায়াবেটিস ও হৃদরোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। লতিফ ভূঁইয়া ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে তৎকালীন কিশোরগঞ্জ-৫ আসন (বর্তমানে কিশোরগঞ্জ-৪) থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন। তিনি জেলা জাতীয় পার্টি এবং জেলা পরিবহন মালিক সমিতির সভাপতির দায়িত্বও পালন করেছেন। বৃহস্পতিবার বাদ জোহর শহরের শহীদি মসজিদ প্রাঙ্গনে জানাজাশেষে ইটনা উপজেলার নিজ গ্রাম থানেশ্বরের গোরস’ানে তাকে দাফন করা হয়।

সর্বশেষ আপডেটঃ ৫:০৯ অপরাহ্ণ | জুন ১৮, ২০১৫