| রাত ৮:১২ - শুক্রবার - ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

যুক্তরাষ্ট্রে গির্জায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ৯

অনলাইন ডেস্ক,১৮ জুন ২০১৫, বৃহস্পতিবার
যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যের চার্লস্টন শহরের ঐতিহাসিক একটি গির্জায় অজ্ঞাত এক বন্দুকধারীর হামলায় ৯ জন প্রাণ হারিয়েছেন। চার্লস্টন শহরের পুলিশ প্রধান জর্জি মুলেন বলেন, ইমানুয়েল আফ্রিকান মেথোডিস্ট এপিসকোপাল গির্জায় সন্ধ্যার দিকে এ হামলার ঘটনা ঘটে। গির্জার ভেতরে হামলার পরপরই নিহত হন ৮ জন। এর কিছুক্ষণ পর গুরুতর আহত অপর ব্যক্তিও প্রাণ হারান। সন্দেহভাজন হামলাকারী যুবকের বয়স ২০ বছরের কোঠায়। শ্বেতাঙ্গ ওই যুবককে খুঁজছে পুলিশ। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। যুবকটিকে শনাক্ত ও গ্রেপ্তারে ওই এলাকায় ও আশপাশে হেলিকপ্টার টহল দিচ্ছে। বিদ্বেষ থেকেই এ হামলা চালানো হয়েছে বলে মনে করেন পুলিশ প্রধান। হামলার ঘটনায় তদন্ত চলছে। স্থানীয় সময় রাত ৯টার সময় ওই গির্জায় একটি সভা চলছিল। এ সময় অতর্কিত বন্দুক-হামলা শুরু হয়। এ ঘটনায় প্রাথমিকভাবে বিস্তারিত আর কোন তথ্য জানা যায়নি। চার্লস্টন শহরের মেয়র জো রিলে এ ঘটনাকে ‘ভাষাতীত’ ও ‘হৃদয়বিদারক ট্রাজেডি’ বলে বর্ণনা করেছেন। ঘটনার পর একদল মানুষকে সমবেত হয়ে সেখানে প্রার্থনা করতে দেখা যায়। ঐতিহাসিক এ গির্জাটি যুক্তরাষ্ট্রের প্রাচীনতম গির্জাগুলোর একটি।

সর্বশেষ আপডেটঃ ৪:৫২ অপরাহ্ণ | জুন ১৮, ২০১৫