| দুপুর ১:১৯ - শুক্রবার - ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

দেশের পতাকাকে অসম্মান করায় অমিতাভ-অভিষেকের বিরুদ্ধে মামলা !

অনলাইন ডেস্ক,১৮ জুন ২০১৫, বৃহস্পতিবার:

বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের মুখে সব সময়ই দেশপ্রেমের কথা শোনা যায়। বিভিন্ন অনুষ্ঠানে গেলেও তার সাজ, পোশাক ও বক্তব্যে দেশপ্রেমের বিষয়টি ফুটে উঠে। এমনকি তার জনপ্রিয় ‘কৌন বানেগা ক্রোড়পতি’ শোটিও সব সময় দেশপ্রেমের কথা বলে শুরু করেন তিনি। আর সেই অমিতাভই কিনা এবার মামলা খেলেন দেশের পতাকাকে অসম্মান করার অভিযোগে! বিষয়টি অবাক করার মতো হলেও সত্যি। সম্প্রতি অমিতাভ বচ্চন ও তার পুত্র অভিনেতা অভিষেক বচ্চনের বিরুদ্ধে ভারতীয় পতাকাকে অবমাননা করার অভিযোগে মামলা হয়েছে ভারতের গাজিয়াবাদ কোর্টে। মামলাটি করেছেন চেতন ধিমান নামের এক লোক। অভিযোগে বলা হয়েছে, চলতি বছরের ফেব্রয়ারিতে বিশ্বকাপ ক্রিকেট আসরের পাকিস্তান-ভারত ম্যাচ চলাকালীন অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন ভারতীয় পতাকা জড়িয়েছিলেন, যেটা আইনবিরোধী একটি কাজ। শুধু তাই নয়, এটা দেশ ও পতাকাকে অসম্মান করাও। ধীমানের আইনজীবী সঞ্জীব শর্মা বলেছেন, ধীমান ও তার পাঁচ বন্ধু অমিতাভ ও অভিষেককে পতাকা জড়িয়ে খেলা উপভোগ করতে দেখেছেন। তারা সাক্ষ্য দিতেও প্রস্তুত রয়েছেন। অমিতাভ ও অভিষেকের পতাকা পরিহিত ছবিও তাদের কাছে রয়েছে। তাই জাতীয় পতাকাকে অবমাননার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। এরই মধ্যে এ মামলার বিপরীতে কোর্ট অমিতাভ ও অভিষেককে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছেন। কোর্টের কাছে কারণ দর্শানো সঠিক না মনে হলে এই পতাকা অবমাননা মামলায় বেশ ভাল করেই ফেঁসে যেতে পারেন অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন। বিষয়টি প্রমাণিত হলে জেল-জরিমানাও হতে পারে তাদের। তবে এ বিষয়ে এখন পর্যন্ত বচ্চন পরিবারের তরফ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ আপডেটঃ ১২:৪১ অপরাহ্ণ | জুন ১৮, ২০১৫