| রাত ১২:৫০ - শনিবার - ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

এলেন না পরিণীতি চোপড়া

অনলাইন ডেস্ক,১৮ জুন ২০১৫, বৃহস্পতিবার:

গতকাল বিকাল ঠিক ৩টা। রাজধানীর বনানীর বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ড মন্টে কার্লো শোরুমে মিডিয়াকর্মীদের অপেক্ষা। এ সময়েই শোরুমটি পরিদর্শন করার কথা বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার। পাশাপাশি বাংলাদেশ সফর সম্পর্কেও কথা বলবেন বিভিন্ন মিডিয়ার সঙ্গে। এরই মধ্যে শোরুম কর্তৃপক্ষ পরিণীতির আগমন উপলক্ষে কয়েকজন ঢোলক নিয়ে এসেছেন ঢোল বাজাতে। মনের সুখে ঢোল বাজাচ্ছেন তারা। ঠিক সাড়ে তিনটায় খবর এলো পরিণীতি আসছেন না। শোরুম কর্তৃপক্ষকে দেখা গেল ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়েতে। পরিণীতি না করার পরও চেষ্টা চলছে তাকে বুঝিয়ে-শুনিয়ে আনার। কাজ হলো না তাতে। এলেন না পরিণীতি। ওয়েস্টিন হোটেলে অবস্থান করছেন তিনি। সেখান থেকে এই শোরুমের দূরত্ব খুব বেশি না। কিন্তু গতকাল জামায়াতে ইসলামীর ডাকা হরতালে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে এলেন না তিনি। অবশেষে মিডিয়াকর্মীদের পাকাপাকিভাবে জানানো হলো পরিণীতি আসছেন না। অনিচ্ছাকৃতভাবে না আসতে পারায় দুঃখ প্রকাশ করেছেন পরিণীতি। এই শোরুম উদ্বোধন করে পরিণীতির আরও কয়েকটি স্থানে যাওয়ার কথা ছিল। কিন্তু সেগুলোও বাতিল করেছেন তিনি। উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে ঢাকায় আসেন পরিণীতি। সেদিন রাতেই বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের পুষ্পগুচ্ছ-২ মিলনায়তনে ঈদ উপলক্ষে দেশের সেরা ডিজাইনারদের পোশাক নিয়ে আয়োজিত একটি ফ্যাশন শোতে স্টপার হিসেবে অংশ নেন পরিণীতি। এই ফ্যাশন শোটি আয়োজন করেছে গ্রিন অ্যাপল কমিউনি- কেশনস। এদিকে আজ সকালেই মুম্বইয়ের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে পরিণীতি চোপড়ার।

সর্বশেষ আপডেটঃ ১২:১৩ অপরাহ্ণ | জুন ১৮, ২০১৫