শুক্রবার থেকে রোজা শুরু
অনলাইন ডেস্ক, ১৭ জুন ২০১৫, বুধবার,
শুক্রবার থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। আজ বাংলাদেশের কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি। বুধবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান জানান, দেশের ৬৪জেলার কোথাও চাঁদ দেখা যায়নি। তাই আগামী শুক্রবার থেকে রমজান শুরু হবে। অর্থাৎ, বৃহস্পতিবার ভোররাতে সেহরী খেয়ে রোজা রাখা শুরু করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। ১৮ই জুন বৃহস্পতিবার ১৪৩৬ হিজরি বর্ষের শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। শুক্রবার থেকে শুরু হবে রমজান মাস। সেই হিসাবে আগামী ১৪ জুলাই দিবাগত রাতে লাইলাতুল কদর।