শ্যালিকাকে নিয়ে দুলাভাই উধাও

তারাকান্দা, (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ১৭ জুন ২০১৫, বুধবার,
স্ত্রী ও সন্তান রেখে শ্যালিকাকে নিয়ে দুলাভাই উধাও হয়েছে। ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মাসকান্দা গ্রামের ৮ জুন এ ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার পং নয়াপাড়া গ্রামের ঈমান হোসেনের পুত্র খোকন মিয়া (৩০) ৮/১০ বছর আগে মাসকান্দা গ্রামের মৃত লাল হোসেনের কন্যা ফরিদা আক্তারকে বিয়ে করেন। স্ত্রী সন্তানসহ খোকন মিয়া চট্টগ্রাম বসবাস করে। ঘটনার দিন বাড়ী সকলের অগোচরে শ্বশুরালয় থেকে শ্যালিকা নাসিমা খাতুনকে (১৬) নিয়ে উধাও হয়ে যায়।