| রাত ১১:৩১ - শুক্রবার - ২৫শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ - ৯ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ - ২১শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি

কামালের জবানবন্দি জ্যামে বিরক্ত হয়ে রনি গুলি ছুড়েছিল

অনলাইন ডেস্ক, ১৭ জুন ২০১৫, বুধবার,

রাজধানীর ইস্কাটনে গাড়ি থেকে এলাপাতাড়ি গুলি ছুঁড়ে দুজনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এমপিপুত্র রনির বন্ধু কামাল মাহমুদ। তিনি ঘটনার সময় ওই গাড়িতেই ছিলেন। কামাল আদালতে আত্মসমর্পনের পর ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন, ওই দিন জ্যামে বিরক্ত হয়ে গাড়ি থেকে রনি গুলি ছুড়েছিল। রনি গুলি কাউকে উদ্দেশ্য করে ছোড়েনি। আর গুলির পর কারও আর্তনাদ কিংবা চিৎকার তিনি শুনতে পাননি। পরে তিনি শুনেছেন যে দুজন গুলিবিদ্ধ হয়েছেন।
বুধবার মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই দীপক কুমার দাসের আবেদনের প্রেক্ষিতে কামাল মাহমুদ এ জবানবন্দি দেন। ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মো. আমিনুল হক এ জবানবন্দি গ্রহণ করেন। এর আগে গত ১৩ই এপ্রিল রাতে রাজধানীর নিউ ইস্কাটন এলাকায় মদ্যপ অবস্থায় গাড়ি থেকে গুলি ছুঁড়েন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের এমপি পিনু খানের ছেলে বখতিয়ার আলম। এ সময় গুলিবিদ্ধ হয়ে দৈনিক জনকণ্ঠ পত্রিকার সিএনজি অটোরিকশাচালক ইয়াকুব আলী এবং মধুবাগের রিকশাচালক আব্দুল হাকিম আহত হন। পরে তারা চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সর্বশেষ আপডেটঃ ৮:২৩ অপরাহ্ণ | জুন ১৭, ২০১৫