| রাত ৯:০১ - শনিবার - ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ - ৩রা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ঈশ্বরগঞ্জে পৌর বিএনপির সভাপতি ও উপজেলা জামায়াতের আমীর আটক

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি-১৭ জুন ২০১৫, বুধবার:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পৌর বিএনপির সভাপতি ও উপজেলা জামায়াতের আমীরকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে তাদেরকে আটক করা হয়েছে।
জানা যায়, উপজেলার পৌর বিএনপির সভাপতি ফিরোজ আহাম্মেদ ভুলুকে পৌর সদরের স্টেশন রোডস’ নিজ বাসা থেকে এবং উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল খায়ের মোহাম্মদ বারাকাতুল্লাহকে মঙ্গলবার গভীর রাতে পৌর সদরের দত্তপাড়া এলাকার ভাড়াটিয়া বাসা থেকে আটক করে পুলিশ। পৌর বিএনপির সভাপতি ফিরোজ আহাম্মেদ ভুলুকে মাদক ও পুলিশের কাজে বাধা দেয়া এবং উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল খায়ের মোহাম্মদ বারাকাতুল্লাহকে নাশকতা পরিকল্পনার অভিযোগ এনে বুধবার দুপুরে আদালতে প্রেরন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. বোরহান উদ্দিন। ##

সর্বশেষ আপডেটঃ ৫:১৮ অপরাহ্ণ | জুন ১৭, ২০১৫