| ভোর ৫:৫৬ - শনিবার - ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

তুরস্কের সাবেক প্রেসিডেন্ট সুলেমান ডেমিরেলের মৃত্যু

অনলাইন ডেস্ক,| ১৭ জুন ২০১৫, বুধবার:

তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী,প্রেসিডেন্ট ও বিশিষ্ট রাজনীতিক সুলেমান ডেমিরেল মারা গেছেন। ২০০০ সালে প্রেসিডেন্ট হিসেবে অবসর নেয়ার আগে অর্ধশতাব্দী ধরে দেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করে ছিলেন তিনি।

মঙ্গলবার দিবাগত রাতে রাজধানী অাঙ্কারার গুভেন হাসপাতালে হৃদযন্ত্রজনিত অসুস্থতায় আক্রান্ত হয়ে তিনি মারা যান।মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৯০।

২০১৩ সালের মে মাসে মারা যান ডেমিরেলের স্ত্রী নাজমিয়ে। এই দম্পতির কোনো সন্তান নেই।

সুলেমান ডেমিরেল ষাট ও সত্তরের দশকে বেশ কয়েকবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।এরপর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন ১৯৯৩ থেকে ২০০০ সাল পর্যন্ত।দুই বার তার সরকারকে উৎখাত করে সামরিক বাহিনী।

সর্বশেষ আপডেটঃ ৫:০৭ অপরাহ্ণ | জুন ১৭, ২০১৫