| সন্ধ্যা ৬:২২ - শুক্রবার - ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ঈশ্বরগঞ্জে কৃষকদেরকে টিলার, দুঃস’দেরকে বিনামূল্যে ঢেউটিন এবং চেক প্রদান

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি, ১৬ জুন ২০১৫, মঙ্গলবার: 
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কৃষক পর্যায়ে পাওয়ার টিলার, দুঃস’ পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে ২৪ জন কৃষকের মাঝে পাওয়ার টিলার, দুঃস’ পরিবারের মাঝে বিনামূল্যে ৫৬ বান্ডেল ঢেউটিন ও চেক বিতরণ করেন ময়মনসিংহ-৮, ঈশ্বরগঞ্জ আসনের সংসদ সদস্য ফখরম্নল ইমাম।
খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের (২য় পর্যায়) আওতায় কৃষক পর্যায়ে পাওয়ার টিলার বিতরণ কার্যক্রম/২০১৫ এবং দূর্যোগ ব্যবস’াপনা ও ত্রাণ মন্ত্রনালয় কর্তৃক প্রাকৃতিক দুর্যোগ ও দুঃস’ পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউটিন এবং চেক বিতরণের সময় অন্যান্যদের মাঝে উপসি’ত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী হামিদ, উপজেলা নির্বাহী অফিসার রাজীব কুমার সরকার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন, কৃষি কর্মকর্তা রহিমা খাতুন, প্রকল্প বাসত্মবায়ন কর্মকর্তা আব্দুস ছোবহান, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূরম্নল ইসলাম খান সুরম্নজ, যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদ, সদস্য সচিব আব্দুল হাদী প্রমুখ। বিতরণ শেষে উপজেলা পরিষদের হল রম্নমে উপজেলা প্রশাসনের উদ্যোগে মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগীতায় বাল্য বিবাহ নিরোধ, যৌতুক এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধর লড়্গ্যে মতবিনিময় ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপসি’ত ছিলেন সংসদ সদস্য ফখরম্নল ইমাম। বিশেষ অতিথি হিসেবে উপসি’ত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী হামিদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইসলাম। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপসি’ত ছিলেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, কাজী, সাংবাদিক সহ স’ানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এদিকে দূপূরে ঈশ্বরগঞ্জ স’ানীয় ফুটবল খেলার মাঠে অনুষ্ঠিত “বঙ্গমাতা গোল্টকাপ” ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণের পর বিকেলে সোহাগী উচ্চ বিদ্যালয়ের একটি দোতলা ভবনের ভিত্তিপ্রসত্মর স’াপন করেন সংসদ সদস্য ফখরম্নল ইমাম। ##

সর্বশেষ আপডেটঃ ৯:১৯ অপরাহ্ণ | জুন ১৬, ২০১৫