| দুপুর ১২:১৩ - বৃহস্পতিবার - ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

‘বাংলাদেশের যাঁরাই আসবেন এই জায়গাটিতে তাঁরা সবাই অবশ্যই আসবেন’-রবি শাস্ত্রী

নানা ভূমিকায় এর আগেও বাংলাদেশে এসেছেন রবি শাস্ত্রী। কখনও ধারাভাষ্যকার, কখনও বা ভারতীয় দলের অংশ হয়ে। তবে, এর আগে কখনওই ধানমণ্ডি ৩২ নম্বরে যাওয়া হয়নি তার।

গতকাল সোমবার সকাল সকাল বের হয়ে গেলেন। সঞ্জয় ব্যাঙ্গার ও আরও কয়েকজনকে সঙ্গী করে রবি শাস্ত্রী চলে গেলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসগৃহে – বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে।

বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে এসেই স্তব্ধ শাস্ত্রী। ঘুরে ঘুরে দেখলেন বাড়ির প্রতিটি কোণ। বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন সময়ের ছবিগুলো দেখতে দেখতে হারিয়ে গেলেন ইতিহাসের বিভিন্ন বাঁকে।

মন্তব্য খাতাতেও আবেগ ধরে রাখতে পারেননি শাস্ত্রী। লিখেছেন, ‘আমি প্রথমবার এখানে এলাম। ফিরে যাচ্ছি অসাধারণ অভিজ্ঞতা নিয়ে। বুঝতে পারলাম কেন বঙ্গবন্ধু শেখ মুজিবকে একজন মহৎ মানুষ বলা হয়। এখানকার সবকিছুই আমার হৃদয় ছুঁয়ে গেছে। বাংলাদেশের যাঁরাই আসবেন এই জায়গাটিতে তাঁরা সবাই অবশ্যই আসবেন।’

সর্বশেষ আপডেটঃ ৮:২৫ অপরাহ্ণ | জুন ১৬, ২০১৫