তারাকান্দায় বিয়ে বাড়ীতে কিশোরী ধর্ষণ
রফিক বিশ্বাস॥ ১৬ জুন ২০১৫, মঙ্গলবার:
বিয়ে বাড়ীতে বেড়াতে এসে এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। ময়মনসিংহের তারাকান্দা উপজেলার পাথারিয়া গ্রামে গত রবিবার রাতে এ ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার লোনহালা গ্রামের আবু সাঈদের গ্রামের কিশোরী কন্যা (১৩) ওই দিন তার ফুফাতো ভাই সবুজ মিয়ার বাড়ী বিয়ের দাওয়াত খেতে যায়। রাত ১০টায় টিউবওয়লে পানি আনতে গেলে তার সৎ চাচাতো ভাই মোফ্াখারুল (২৫) এক সহযোগী সহ তুলে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণকারী লোনহালা গ্রামের মকবুল হোসেনের পুত্র। আজ মঙ্গলবার (১৬ জুন) ধর্ষিতা বাদী হয়ে তারাকান্দা থানায় মামলা দায়ের করে। এস, আই মোঃ জালাল উদ্দিন জানান, ধর্ষিতাকে ডাক্তারি পরিক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।