| বিকাল ৪:২৩ - শুক্রবার - ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

হোসেনপুরে স্কুল ছাত্রী ধর্ষিত : ধর্ষণের আলমত নষ্টের অভিযোগ

 

হোসেনপুর(কিশোরগঞ্জ) প্রতিনিধি:  ১৬ জুন ২০১৫, মঙ্গলবার: 

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সে ২৪ নং গাঙ্গাটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্রী। স্থানীয় এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, হোসেনপুর উপজেলার হরিশচন্দ্রপট্টি গ্রামে গত রোববার দুপুরে ওই স্কুল ছাত্রী তার সহপাঠী রিয়াজকে নিয়ে ঘাস কাটতে যায়। ওই সময় হরিশচন্দ্রপট্টি গ্রামের হাসিম উদ্দিনের লম্পট পুত্র পারভেজ মিয়া (৩০) তাদেরকে আটকিয়ে তার সাথে থাকা রিয়াজকে সিগারেট আনতে দোকানে পাঠায়। পরে ওই স্কুল ছাত্রীকে পাশের পাটক্ষেতে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় মেয়েটি বাড়িতে গিয়ে ঘটনাটি তার পরিবারের লোকজনকে জানায়। ঘটনাটি জানাজানি হলে ছেলে পক্ষের লোকজন ঘটনাটি মিমাংসা করার জন্য স্থানীয় প্রভাবশালী মহল ওই স্কুল ছাত্রীর পরিবারের উপর চাপ সৃষ্টি করে। পারভেজের পরিবার ধর্ষণের আলামত নষ্ট করার জন্য স্থানীয় পলস্নী ডাক্তার সোহেল এর মাধ্যমে ওই স্কুল ছাত্রীকে ইনজেকশান পুশ করে ও ব্যাথার ওষুধ দেয়। এতে করে স্কুল ছাত্রীর শারীরিক অবস্থার অবনতি ঘটলে মঙ্গলবার (১৬ জুন) কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নান্নু মোলস্না জানান, অভিযোগ পাওয়া গেলে তদনত্মকরে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ আপডেটঃ ৫:২২ অপরাহ্ণ | জুন ১৬, ২০১৫