| ভোর ৫:৪৭ - শনিবার - ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

কিশোরগঞ্জে অজ্ঞান পার্টির দুই সদস্য আটক

 

কিশোরগঞ্জ প্রতিনিধি ●১৬ জুন ২০১৫, মঙ্গলবার:
কিশোরগঞ্জে পরিবারের রান্না করা খাবারে চেতনানাশক ঔষধ মিশিয়ে সদস্যদের অজ্ঞান করে স্বর্ণালঙ্কার ও মালামাল লুটে নেয়ার সময় এক নারীসহ অজ্ঞান পার্টির দুই সদস্যকে আটক করেছে পুলিশে দিয়েছে জনতা। তারা হলো, সদর উপজেলার রঘুনন্দপুর গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে হেলাল মিয়া (৪০) এবং উত্তর বৌলাই রাজকুনিত্ম গ্রামের সোহেলের স্ত্রী লিজা আক্তার (১৯)। সোমবার রাতে জেলা শহরের চরশোলাকিয়া এলাকার গণি মিয়ার বাসায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, প্রায় আড়াই বছর আগে চরশোলাকিয়া এলাকার গণি মিয়ার বাসায় ভাড়াটিয়া হয়ে ওঠে সোহেল। সোমবার রাতে একই বাসার ভাড়াটিয়া ব্যবসায়ী দেলোয়ার হোসেন দয়ালের পরিবারের রান্না করা খাবারে কৌশলে চেতনানাশক ঔষধ মেশায় লিজা। খাবার খেয়ে দয়াল, তার স্ত্রী ও দুই সনত্মান অজ্ঞান হয়ে পড়লে কৌশলে দরজা খুলে ওই বাসায় ঢুকে অজ্ঞান পার্টির সদস্যরা। রাত ৩টার দিকে বাসা থেকে স্বর্ণালঙ্কার ও ২টি মোবাইল সেট লুট করে পালানোর সময় গৃহকর্তী জেগে ওঠে ডাকচিৎকার শুরম্ন করে। এ সময় এলাকাবাসী এগিয়ে গিয়ে লিজা হেলাল মিয়া (৪০) কে আটক করে। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, এ ব্যাপারে থানায় দেলোয়ার হোসেন দয়াল বাদী হয়ে মামলা করেছেন।

সর্বশেষ আপডেটঃ ৫:১৬ অপরাহ্ণ | জুন ১৬, ২০১৫