| দুপুর ১:০৫ - বৃহস্পতিবার - ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বেতন বাড়ছে নেইমারের

অনলাইন ডেস্ক, ১৬ জুন ২০১৫, মঙ্গলবার:

বেতন বাড়ছে নেইমারের। এমন সুসংবাদই দিলেন বার্সেলোনার প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তেমেউ। বর্তমানে বার্সেলোনা থেকে লিওনেল বছরে শুধু নির্ধারিত বেতন পান সর্বোচ্চ ২০ মিলিয়ন ইউরো। রিয়াল মাদ্রিদের পর্তুগিজ উইঙ্গার পান ১৭ মিলিয়ন ইউরো। রিয়ালের ওয়েলস তারকা গ্যারেথ বেলের বেতন ১৫ মিলিয়ন। তবে নেইমার বেলের প্রায় অর্ধেক Ñ ৮.৮ মিলিয়ন ইউরো বাৎসরিক বেতন পান। কিন্তু নেইমারের বেতন প্রায় গ্যারেথ বেলের সমান করার আশ্বাস দিলেন বার্তেমেউ। ব্রাজিলের এ স্ট্রাইকারের সঙ্গে ২০১৮ সাল পর্যন্ত চুক্তি আছে বার্সেলোনার। মারিয়া বার্তেমেউ গত সপ্তাহে প্রেসিডেন্টের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। ১৮ জুলাই বার্সেলোনার প্রেসিডেন্ট নির্বাচন। সেখানে নির্বাচিত হলে নেইমালের বেতন ১২ মিলিয়ন ইউরো করবেন বলে জানালেন তিনি। এছাড়া নেইমারের সঙ্গে ২০২০ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়াবেন বলেও জানালেন বার্তেমেউ। এতে নেইমারের বাই আউট ক্লজের পরিমাণটাও অনেক বেড়ে যাবে। কথা মতো যদি ওই বেতনে ২০২০ সাল পর্যন্ত নেইমারের সঙ্গে বার্সেলোনা চুক্তি করে তাহলে তার বাই আউট ক্লজ হবে ২৫০ মিলিয়ন ইউরো। ২০২০ সালের মধ্যে নেইমারকে যদি কোন ক্লাব কিনতে চায় তাহলে এই বিশাল অংকের অর্থ গুণতে হবে। ২০১৩ সালে নেইমার যখন বার্সেলোনায় যোগ দেন তখন ক্লাবের ভাইস-প্রেসিডেন্ট ছিনে বর্তেমেউ। তখন প্রেসিডেন্ট ছিলে সান্দ্রো রসেল।
২০১৪-১৫ মওসুমে বার্সেলোন ট্রেবল শিরোপা জিতেছে। ইউরোপের প্রথম ক্লাব হিসেবে তারা দুইবার ট্রেবল শিরোপা জিতলো। এর আগে ২০০৮-০৯ মওসুমে বার্সেলোনা  কোপা দেল রে’, স্প্যানিশ রা-লিগা ও ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জেতে। গত মওসুমে বার্সেলোনাকে ট্রেবল শিরোপা জেততানে নেইমার করেন ৩৯ গোল। লিওনেল মেসি-লুইস সুয়ারেজ-নেইমার ফরোয়ার্ড ত্রয় করেন ১২২ গোল।

সর্বশেষ আপডেটঃ ৫:৩৫ অপরাহ্ণ | জুন ১৬, ২০১৫