| রাত ৩:০৪ - শনিবার - ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

এবার আলোচনায় শ্রদ্ধা..

অনলাইন ডেস্ক, ১৬ জুন ২০১৫, মঙ্গলবার:

পর্দায় আবেদনময়ীরূপে না এলে বলিউডে আলোচনার বাইরেই থাকতে হয় অভিনেত্রীদের। বিষয়টি যেন এখন রীতিতেই পরিণত হয়েছে। আর সে দৌড়েই নিজের শরীর প্রদর্শনে এবার যোগ হয়েছেন শ্রদ্ধা কাপুর। ‘তিন পাত্তি’ থেকে ‘এবিসিডি টু’ পর্যন্ত নিজেকে আবেদনময়ীরূপে প্রকাশ করেছেন তিনি। তবে এখন পর্যন্ত তার সবচেয়ে সফল ছবি হলো ‘আশিকি টু’। এ ছবিতে নায়কের সঙ্গে তার সেই চুম্বন দৃশ্যে নিয়ে এখনও চলে নানান আলোচনা। আর তারই ধারাবাহিকতা শ্রদ্ধা ধরে রাখতে চাইছেন মুক্তি প্রতীক্ষিত ছবি ‘এবিসিডি টু’তেও। জানা গেছে, এ ছবিতে বরুণ ধাওয়ানের সঙ্গে একাধিক ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যাবে তাকে। একটি দৃশ্যে প্রথমবারের মত বিকিনিও পরেছেন তিনি। পুরো ছবিতেই তিনি ব্যাপক খোলামেলা হয়ে দর্শকদের সামনে আসছেন শ্রদ্ধা। আর এর মাধ্যম সম্প্রতি ব্যাপক আলোচনা চলে এসেছেন তিনি। বলা যায় অনেকটাই বেপরোয়া হয়ে উঠেছেন শ্রদ্ধা। ছবিটি মুক্তি পাবে ১৯ জুন। এখন এ ছবিটি মুক্তির দিন গুণছেন শ্রদ্ধা। এ বিষয়ে তিনি বলেন, এ ছবিতে চরিত্রের প্রয়োজনে আমি সর্বোচ্চ খোলামেলারূপে কাজ করেছি। বিকিনি পরেছি প্রথমবার। আমি বিষয়টি নিয়ে দ্বিধায় ছিলাম। তবে আয়নায় নিজেকে এমনরূপে দেখে ভালই লাগলো। আমি অনেক উত্তেজিত ছবিটি নিয়ে। আশা করছি সবাই উপভোগ করবেন।

সর্বশেষ আপডেটঃ ১২:৪৯ অপরাহ্ণ | জুন ১৬, ২০১৫