কিশোরগঞ্জে চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই

কিশোরগঞ্জ প্রতিনিধি ●১৫ জুন ২০১৫, সোমবার,
কিশোরগঞ্জে নিজাম উদ্দিন (১৭) নামে এক চালককে অজ্ঞান করে তার অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রবিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব সড়কের সদর উপজেলার লতিবাবাদ ইউপি সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে। আহত চালককে উদ্ধার করে রাতেই কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছিনতাইয়ের শিকার অটোরিকশা চালক নিজাম উদ্দিন করিমগঞ্জ উপজেলার গাংগাইল গ্রামের কামাল হোসেনের ছেলে।
সংশিস্নষ্ট সূত্র জানায়, নিজাম উদ্দিন রবিবার বিকালে কিশোরগঞ্জ জেলা শহরে অটোরিকশা চালান। রাতে শহরের গাইটাল এলাকা থেকে শহরতলীর লতিবাবাদ এলাকায় যাওয়ার জন্য নিজামের অটোরিকশা ভাড়া করে ৪/৫ দুর্বৃত্ত। পথে নিজামকে তাদের সঙ্গে থাকা কলা ও রম্নটি খাওয়া। কলা ও রটি খেয়ে নিজাম লতিবাবাদ ইউপি সংলগ্ন এলাকায় অজ্ঞান হয়ে পড়লে ছিনতাইকারীরা তার অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। পরে রাসত্মায় অজ্ঞান অবস’ায় পথচারীরা নিজামকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায়।