| রাত ১২:২৮ - বৃহস্পতিবার - ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

তারাকান্দায় উপজেলা দু’বছর হলেও এখনও পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হয়নি

 

রফিক বিশ্বাস, তারাকান্দা (ময়মনসিংহ)ঃ | ১৫ জুন ২০১৫, সোমবার,

ময়মনসিংহের তারাকান্দা উপজেলা ঘোষনার ২ বছর অতিবাহিত হলেও এখনও পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হয়নি। গুরুত্বপূর্ণ বিভাগ গুলোর কার্যক্রম শুরু না হওয়ায় উপজেলার সুফল পাচ্ছেনা জনগন। জানা গেছে, ২০১৩ সনের ৭ জানুয়ারী ময়মনসিংহ সার্কিট হাউজ ময়দানে বিশাল জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারাকান্দা থানাকে উপজেলা ঘোষণা করেন। ওই বছর প্রশাসনিক পূনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১০৭ তম সভায় তারাকান্দা থানাকে উপজেলা করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। ৫ মার্চ প্রজ্ঞাপন জারী হয়। ২০১৪ সনের ১৯মে প্রথম উপজেলা নির্বাচন হয় এবং শরীফ আহমেদ (বর্তমান এম.পি) চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৩ সনের ২৬ আগষ্ঠ প্রথম উপজেলা নির্বাহী অফিসার যোগদান করেন। পরে পর্যায়ক্রমে যুব উন্নয়ন কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, প্রাণী সম্পদ কর্মকর্তা, কৃষি কর্মকর্তা যোগদান করেন এবং নির্বাচন অফিসার, প্রাথমিক শিক্ষা অফিসার, প্রকল্প বাস-বায়ন অফিসার, উপজেলা প্রকৌশলী (এলজিইডি), মহিলা বিষয়ক কর্মকর্তা, অতিরিক্ত দায়িত্বে কার্যক্রম শুরু হয়। উপজেলার গুরুত্বপূর্ণ বিভাগ সহকারী কমিশনার (ভূমি), হিসাব রক্ষণ কর্মকর্তা, সমাজ সেবা কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা সহ গুরুত্বপূর্ণ দপ্তরগুলোর কার্যক্রম এখনও শুরু হয়নি।
এ ছাড়া উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসারের গাড়ী বরাদ্দ না হওয়ায় জরুরী প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না। উপজেলার পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু না হওয়ায় সুফল পাচ্ছে না উপজেলা বাসী। উপজেলা চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার জানান, উপজেলার পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু এবং কর্মকর্তার জন্য সংশ্লিষ্ট দপ্তরে ফাইল প্রেরন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রজ্ঞাপন ও পদায়ন করলেই গুরুত্বপূর্ণ দপ্তর গুলোর কার্যক্রম শুরু হবে।

সর্বশেষ আপডেটঃ ৯:১৬ অপরাহ্ণ | জুন ১৫, ২০১৫