| রাত ৮:২৭ - শুক্রবার - ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

মুক্তিযোদ্ধাদের সম্মানিভাতা বৈষম্যের প্রতিবাদে গৌরীপুর, মুক্তাগাছা, ফুলবাড়ীয়া ও ধোবাউড়ায় মুক্তিযোদ্ধাদের সমাবেশ ও স্মারকলিপি প্রদান

লোক লোকান্তর ডেস্ক, ১৫ জুন ২০১৫, সোমবার:

ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলায় মুক্তিযোদ্ধাদের সম্মানিভাতা বৈষম্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ ও স্মারক প্রদানের খবর দিয়েছেন আমাদের প্রতিনিধিরা ।
গৌরীপুর প্রতিনিধি জানান,  গৌরীপুরে মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে সোমবার (১৫ জুন) ৬০বছরের উর্ধ্ব মুক্তিযোদ্ধাদের জন্য ১০হাজার টাকা সম্মানিভাতা ঘোষণায় বৈষম্যের প্রতিবাদে সকল মুক্তিযোদ্ধাদের সমভাতা চালুর দাবিতে মুক্তিযোদ্ধা সংসদে সমাবেশ শেষে সমভাতা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করেন। রাষ্ট্রপক্ষের প্রতিনিধি হিসাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা দূর-রে-শাহওয়াজ স্মারকলিপি গ্রহণ করেন। মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার আব্দুর রহিমের সভাপতিত্বে ডেপুটি কমান্ডার মোঃ নাজিম উদ্দিনের সঞ্চালনায় সকল মুক্তিযোদ্ধাদের সমভাতা চালুর দাবিতে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, মুক্তিযোদ্ধা ফজলুল হক, আব্দুল খালেক, মজিবুর রহমান, আব্দুল জলিল, আঃ রশিদ, মোঃ গিয়াস উদ্দিন, আব্দুল কাদির, আব্দুল মান্নান, আব্দুর রহমান, তারা মিয়া, জয়নাল আবেদিন, যতিন্দ্র দেবনাথ, নবী নেওয়াজ খান, আবুল কালাম প্রমুখ।Pic Dhobaura Fredom Fighter

ধোবাউড়া প্রতিনিধি:জানান,

ধোবাউড়ায় আজ  মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার বৈষম্যের প্রতিবাদ মিছিল করে স্মারকলিপি পেশ করে উপজেলার মুক্তিযোদ্ধাগণ। বেলা ১ টায মুক্তিযোদ্ধা কার্যালয় থেকে একটি প্রতিবাদ মিছিল বের করে উপজেলা পরিষদের সামনে বক্তব্য রাখেন উপজেলা কমান্ডার রফিক ভূইয়া,ডেপুটি কমান্ডার মীর ইব্রাহিম,সাবেক কমান্ডার মোজাম্মেল হক,আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রিয়তোষ বিশ্বাস বাবুল। এসময় বক্তারা বৈষম্য দূর করে সকল মুক্তিযোদ্ধাদের ভাতা সমান করার দাবি জানান। এরপরে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি পেশ করেন।
মুক্তাগাছা(ময়মনসিংহ)প্রতিনিধি: জানান,  ময়মনসিংহের মুক্তাগাছায় আজ  সোমবার সকল মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ১০হাজার টাকা করার দাবীতে মুক্তিযোদ্ধারা মানববন্ধন কর্মসূচী শেষে ইউএনও মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন। সোমবার দুপুরে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবুল কাসেমের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের পাশে দাড়িয়ে মানববন্ধন কর্মসূচী শেষে উপজেলা নির্বাহী অফিসার ড.উম্মে আফসারী জহুরার হাতে স্মারকলিপির কপি তুলে দেন। এসময় সাবেক গণপরিষদ সদস্য খোন্দকার আঃ মালেক শহিদুল্লাহ,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার রেজাউল করিম জিন্নাহ,মোঃ সফির উদ্দিন, সাবেক কামান্ডার জিন্নত আলী জিন্নাহ, নাসির উদ্দিন, আঃ বাছেদ আকন্দ প্রমুখ সঙ্গে ছিলেন।

104ফুলবাড়ীয়া প্রতিনিধি জানান ঃ সকল মুক্তিযোদ্ধাদের সম্মানিভাতা একই করার দাবীতে উপজেলা পরিষদের সামনে আজ সোমবার মুক্তিযোদ্ধারা মানববন্ধন করেছে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বনানী বিশ্বাসের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে। স্মারকলিপিতে বর্তমান বাজেট কে সম্মান জানিয়ে অর্থ মন্ত্রীর ঘোষনাকে অযৌক্তিক বলে দাবী জানান মুক্তিযোদ্ধারা। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা কমান্ডার আবু বকর সিদ্দিক, ডেপুটি কমান্ডার জি কে এম আনোয়ার হোসেন, সাবেক ডেপুটি কমান্ডার নূরম্নল ইসলাম প্রমুখ।

সর্বশেষ আপডেটঃ ৬:৫৫ অপরাহ্ণ | জুন ১৫, ২০১৫