| সকাল ৬:৪১ - শনিবার - ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

টেস্টের সেরা ব্যাটসম্যান স্মিথ

অনলাইন ডেস্ক | ১৫ জুন ২০১৫, সোমবার:

কুমার সাঙ্গাকারাকে হটিয়ে আইসিসি’র টেস্ট ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠলেন স্টিভেন স্মিথ। তিন বছর পর এই প্রথম কোনো অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান শীর্ষ ব্যাটসম্যান হলেন। সর্বশেষ ২০১২ সালে শীর্ষে ছিলেন মাইকেল ক্লার্ক। ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে স্মিথের টেস্ট ব্যাটিং র‌্যাঙ্কিং ছিল চতুর্থ স্থানে। কিন্তু সিরিজের দ্বিতীয় টেস্টে ১৯৯ ও ৫৪* রান করে এক লাফে শীর্ষে উঠে গেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে প্রথমবারের মতো নিয়মিত তিন নম্বরে ব্যাট করা শুরু করেছেন তিনি। গত বছরও দুর্দান্ত ফর্মে ছিলেন অস্ট্রেলিয়ার এ ব্যাটসম্যান। ২০১৪ সালে ১০২.১৬ গড়ে করেন সর্বোচ্চ ১২২৬ রান। এ বছর জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সকে হটিয় শীর্ষে ওঠেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা। তবে তার রেটিং পয়েন্ট এখন ৯০৯। আর শীর্ষ ব্যাটসমান স্মিথের রেটিং ৯১৩। ২০১০ সালে অভিষিক্ত স্মিথ ২৮ টেস্টে ৫৬.২৩ গড়ে ৯ সেঞ্চুরি ও ১১ ফিফটিতে করেছেন ২৫৮৭ রান।

 

সর্বশেষ আপডেটঃ ৫:২৯ অপরাহ্ণ | জুন ১৫, ২০১৫