| সকাল ১১:১৮ - শনিবার - ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

কিশোরগঞ্জে অটোরিকশা শ্রমিকদের বিক্ষোভ, অবস্থান

 

কিশোরগঞ্জ প্রতিনিধি ●১৫ জুন ২০১৫, সোমবার:
কিশোরগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশার ওপর ভ্রাম্যমান আদালত বন্ধ করা, অটোরিকশার বৈধতা প্রদান, জব্দ করা সকল অটোরিকশার ব্যাটারি ফেরতদান, শ্রমিক হয়রানি বন্ধ ও ট্রেড ইউনিয়নের অধিকার প্রদানের ৫ দফা দাবিতে বিক্ষােভ সমাবেশ, অবস্থান ও স্মারকলিপি প্রদান কর্মসূচী পালন করেছেন শ্রমিকরা। সোমবার সকাল থেকে শহরে অটোরিকশা চলাচল বন্ধ রেখে খন্ড খন্ড মিছিল নিয়ে শ্রমিকের শহরের গৌরাঙ্গবাজার এলাকার স্টেশন রোডে অবস্থান কর্মসূচীতে যোগ দেন। সেখানে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা অটো শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আহবায়ক জালাল উদ্দিন। এতে অন্যদের মধ্যে জেলা সিপিবির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক, জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সিরাজুল ইসলাম সাত্তার, সাধারণ সম্পাদক আব্দুর রহমান রম্নমি, বাসদ নেতা অ্যাডভোকেট শফিকুল ইসলাম, অ্যাডভোকেট মাসুদ আহম্মেদ, অ্যাডভোকেট সোহেল রানা, শ্রমিক নেতা শফিকুল ইসলাম বিপুল, আব্দুর রাজ্জাক, শহীদ মিয়া প্রমুখ বক্তৃতা করেন। সমাবেশশেষে দুপুরে জেলা প্রশাসকের কাছে দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করা হয়।
সমাবেশে বক্তাগণ বলেন, গত ১০ জুন প্রশাসন কোন রকম পূর্ব সতর্কতা না দিয়ে কালেক্টরেট প্রাঙ্গণে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বসিয়ে বহু অটোরিকশা জব্দ করে এর মূল্যবান ব্যাটারি খুলে নিয়ে যায়। এ ব্যাপারে ১৩ জুন জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েও কোন প্রতিকার পাওয়া যায়নি। অথচ এ ধরনের হয়রানির ফলে হাজার হাজার অটোরিকশা চালকই শুধু নন, সাধারণ মানুষের মধ্যেও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। শ্রমিক পরিবারগুলোকে বাঁচানোর লড়্গ্যে এ ধরনের হয়রানি বন্ধের জন্য প্রশাসনের প্রতি উদাত্ত আহবান জানানো হয়।

সর্বশেষ আপডেটঃ ৩:৪২ অপরাহ্ণ | জুন ১৫, ২০১৫