| বিকাল ৩:৫৫ - বৃহস্পতিবার - ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

৪ দেশে যান চলাচলে চুক্তি সই

অনলাইন ডেস্ক | ১৫ জুন ২০১৫, সোমবার,

বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের মধ্যে সড়ক পথে যাত্রীবাহী, ব্যক্তিগত ও পণ্যবাহী যান চলাচলে চুক্তি হয়েছে। আজ দুপুরে ভুটানের রাজধানী থিম্পুতে চার দেশের সড়ক পরিবহন মন্ত্রীরা চুক্তিতে সই করেন। বাংলাদেশের পক্ষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের চুক্তি সাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মন্ত্রণালয় সূত্র জানায়, দুপুরে চার দেশের মন্ত্রীরা  চুক্তিতে সাক্ষর করেন। এর আগে প্রতিবেশী চার দেশের মধ্যে ‘মোটর ভেহিকল ট্রান্সপোর্ট এগ্রিমেন্ট’ চূড়ান্ত করতে রোববার থিম্পুতে পরিবহন সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।  গত ৮ই জুন মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের মধ্যে যানবাহন চলাচলে চুক্তি সইয়ের প্রস্তাব অনুমোদন দেয়া হয়। চুক্তির খসড়া অনুযায়ী, চার দেশের মধ্যে চলাচলে রুট পারমিট নিতে হবে। এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার সময় মাঝপথে কোন যাত্রী বা মালামাল তোলা যাবে না। যে দেশের উপর দিয়ে যানবাহন যাবে, সেই দেশের কর্তৃপক্ষ ইচ্ছা করলে তা তল্লাশি করতে পারবে। কোনো দেশে নিষিদ্ধ থাকা পণ্য সেদেশের উপর দিয়ে পরিবহন করা যাবে না।

সর্বশেষ আপডেটঃ ৩:১৬ অপরাহ্ণ | জুন ১৫, ২০১৫