| রাত ১১:৩২ - মঙ্গলবার - ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৩ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ব্রহ্মপুত্র নদের জয়নুল পার্কের তীর রক্ষা বাঁধের প্রায় ৩০০ মিটার বাঁধ ধসে পড়েছে

 

স্টাফ রিপোর্টার, ১৪ জুন ২০১৫, রবিবার,
গত শনিবারের ১৩ জুন ভারী বর্ষণে ময়মনসিংহ শহরের পুরাতন ব্রহ্মপুত্র নদের জয়নুল পার্কের তীর রক্ষা বাঁধের প্রায় ৩০০ মিটার বাঁধ ধসে গেছে। আবারও বর্ষণ হলে আরো ভয়াবহ ক্ষতি হতে পারে।
উল্লেখ্য ময়মনসিংহ শহরকে ব্রহ্মপুত্র নদের ভাঙন থেকে শহর রক্ষায় প্রায় ১০ বছর আগে পাটগুদাম ব্রিজ মোড় থেকে খাগডহর পর্যন- সিসি ব্লক দিয়ে বাঁধ নির্মাণ করা হয়।
সূত্র জানায়, রোববার সকাল থেকে ধসে পড়া অংশের মধ্যে শুধুমাত্র শহরের জয়নুল উদ্যান পাকের্র সারিন্দা রেস্টুরেন্টের সামনে ১৫ মিটার বাঁধ পুনরায় মেরামতের কাজ শুরু হয়েছে।
এ বিষয়ে ময়মনসিংহ পানি উন্নয়ন বোডের্র উপ-সহকারী প্রকৌশলী জানান, এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্ষতিগ্রস- সিসি ব্লকগুলো উত্তোলনের কাজ চলছে। এ কাজ শেষ হলে ধসে পড়া এ পয়েন্টে বালু ফেলে জিও টেক্সটাইল, খোয়া ও সিসি ব্লক বসানো হবে।
পানি উন্নয়ন বের্াডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ মূসা বলেন, ক্ষতিগ্রস- পয়েন্টগুলোর তালিকা তৈরি করা হয়েছে। আজ সোমবার পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলীর কাছে এ তালিকা পাঠানো হবে। প্রয়োজনীয় বরাদ্দ পেলে এসব পয়েন্ট সংস্কার কাজ শুরু হবে বলে জানান তিনি।
ময়মনসিংহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, রোববার ব্রহ্মপুত্র নদের পানির প্রবাহ ৯ দশমিক ৪০ মিটার। যা শনিবার ছিল ৯ দশমিক ৩৬ মিটারে। একদিনে পানির প্রবাহ বেড়েছে ৪ সেন্টিমিটার। ‘১২ দশমিক ৫০ মিটার পানি প্রবাহ থাকলে সেটি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়। আরেক দফা ভারী বর্ষণ হলেই ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার উপরে প্রবাহিত হবে।

সর্বশেষ আপডেটঃ ১০:২৬ অপরাহ্ণ | জুন ১৪, ২০১৫