| বিকাল ৩:১৯ - শুক্রবার - ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ভূমি অফিসে ঘুষ নিয়ে ঘুষাঘুষি, মামলা

 

তারাকান্দা (ময়মসিংহ) প্রতিনিধি॥  ১৪ জুন ২০১৫, রবিবার  :

ঘুষ নিয়ে ঘুষাঘুষি কেন্দ্র করে এক দলিল লেখকের নামে মামলা করেছে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা। ময়মনসিংহের তারাকান্দা উপজেলার তারাকান্দা ইউনিয়ন ভূমি অফিসে বুধবার ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার মধুপুর গ্রামের দলিল লেখক আশাদুল সরকার এক খন্ড ভূমির উন্নয়ন কর পরিশোধ করতে গেলে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন অতিরিক্ত ঘুষ দাবি করে। এ নিয়ে উভয়ের মাঝে কথা কাটাকাটি ও ঘোষাঘুষি হয়। দলিল লেখক আশাদুল সরকার জানান, ১৪৫ টাকার ভূমি উন্নয়ন কর বাবদ অতিরিক্ত ৮০০ টাকা ঘুষ দাবী করে। এ নিয়ে প্রতিবাদ করলে অশ্লীল আচরন ও অকথ্য ভাষায় গালাগালি করে। ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন জানান, বাকীতে ভূমি উন্নয়ন কর রশিদ না দেওয়ায় কথা কাটাকাটির এক পর্যায়ে রেজিষ্ট্রার তলব বহি ছিনতাইয়ের চেষ্টা করে। এ ব্যাপারে সরকারী কাজে বাধাদান, মারধর ও ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, মামলার বিষয়টি তিনি শুনেছেন।

সর্বশেষ আপডেটঃ ৫:০৬ অপরাহ্ণ | জুন ১৪, ২০১৫